বাঁশখালীতে তির-ধনুক নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি তির-ধনুক নিয়ে খেলতে গিয়ে সাইদুল কবির (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ৭ নম্বর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাঁশের তির সাইদুলের বুকে বিদ্ধ হলে রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সাইদুলের বাবা আজিজুর রহমান বলেন, খেলা করার সময় ছেলে আহত হয়। হাসপাতালে রাতে মারা গেল। ছেলেকে বাঁচাতে পারলাম না।

এদিকে সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ বলেন, বন্ধুদের সাথে বাঁশের কঞ্চি দিয়ে তীর-ধনুক বানিয়ে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.