বায়েজিদ থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

নগরীর বায়েজিদ থেকে ইয়াবাসহ মো. মিজান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র ্যাব।
এসময় তার কাছথেকে ১২’শ পিস ইয়াবা ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাতে বায়েজিদের ব্রাহ্মনপাড়ার আবুল কালাম কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। মিজান বায়েজিদ থানার ওয়াজেদীয়া গ্রামের আলী চেয়ারম্যান বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আবুল কালাম কলোনীর মিজানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১২’শ পিস ইয়াবা ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও বলেন, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিযোগ আছে। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে ছাত্রদের বিরুদ্ধে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া নগরীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। মিজানকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.