সাবেক এমপি লতিফ আরো দুই মামলায় গ্রেপ্তার
আরও দুই হত্যা মামলায় চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহদ্দারহাট এলাকায় গত ১৭ জুলাই গুলিতে নিহত হন সাইমন নামে একজন। এছাড়া ৪ অগাস্ট আন্দোলন চলাকালীন সময়ে বহদ্দারহাট এলাকায় নিহত হন ফজলে রাব্বি নামে একজন। এ দুটি পৃথক ঘটনায় চান্দগাঁও থানায় গত ৩০ ও ২১ অগাস্ট মামলা দুটি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন জানান, সিএমপির চান্দগাঁও থানার দুইটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে আদালত তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফজলে রাব্বীর বাবা মো. সেলিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন এম এ লতিফ। এছাড়া গত ৩০ আগস্ট একই থানায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ৪৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আন্দোলনে নিহত মো. সায়মনের বন্ধু মো. শরীফ।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.