২০০ পরিবারের হাতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে চট্টগ্রাম নগরীর ২০০ পরিবারের হাতে। শুক্রবার (৯ জুলাই) সকালে চট্টগ্রাম কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয় এ মানবিক সহায়তা।
বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির এ সময়ে বিশেষ মানবিক সহায়তা কর্মসুচির অংশ হিসেবে চট্টগ্রাম সেনানিবাসের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এর আয়োজন করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মেজর মাহবুব আলম বলেন, ‘চাল ডাল তেল আটাসহ একটি পরিবারকে এক সপ্তাহের খাবার দেওয়া হচ্ছে। সেনাকল্যাণ ফান্ড এবং সেনা সদস্যদের রেশন থেকে অর্থ সঞ্চয় করে অসহায় মানুষকে এ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন ৪০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম কলেজ মাঠে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করা হলো। সেনাবাহিনীর এ কর্মসুচি চলমান থাকবে।
চট্টগ্রাম কলেজ মাঠে ত্রাণ গ্রহীতার একজন চকবাজারের জয়নগরের লাকি আক্তার। তিনি বলেন, ‘কঠোর লকডাউনে ঘর থেকে বেরও হতে পারছিনা। স্বামীর আয় রোজগার বন্ধ। তিন সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। সেনাবাহিনীর এ ত্রান পেয়ে আমি খুবই খুশি।’
ডিসি রোডের হাসিনা বেগম বলেন, ‘লকডাউন থেকে এক বেলা খেয়ে জীবন যাপন করছি। কেউই খোঁজ খবর রাখেনি। আজ সেনাবাহিনীর ত্রান পেলাম।’
গোলজার এলাকায় বসবাসকারী ফজল আমিন বলেন, ‘দোকানপাট বন্ধ। ভিক্ষা করারও জায়গা নেই। এখন কেউ ভিক্ষাও দিচ্ছেন না করোনার ভয়ে। আজ যা ত্রান পেলাম এতে আমার দুই সপ্তাহ চলবে। এ ত্রান পেয়ে আমি খুবই খুশি।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.