চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গোলাগুলির ঘটনা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নগরীর লালদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগার থেকে অনেকেই ছাড়া পাচ্ছেন শুনে অন্য আসামিদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না। এ কারণে কারাগারের ভেতরে থাকা কয়েদিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছিল। ।

এদিকে কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা শুনে কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকেন। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিক্ষোভ শুরু করেন। এরপর পর তারা ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পান। পরে সেনাবাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আকতার নামে এক কারারক্ষী বলেন, ‘ছাত্ররা অনেকেই জামিনে বের হয়েছেন। এ সুযোগে তারাও যাতে বের হতে পারেন তাই উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছেন বন্দিরা। আমরা সেটাকে প্রতিহত করেছি। সেনাবাহিনীর সদস্যরা আসার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, বন্দিদের মধ্যে ২৫ জনের মতো জঙ্গি, নারীসহ দেড়শ জনের মতো কুকি-চিন সদস্য এবং শতাধিক মৃত্যুদণ্ড পাওয়া আসামি আছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.