মাছের আড়ালে ২ কোটি টাকার ইয়াবা পাচারকালে আটক দুই

৪,৫৮৬

মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে আনুমানিক ২ কোটি টাকার ৪০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭। নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কঠোর লকডাউনের মধ্যেও ঘটে ইয়াবা পাচারের এই চেষ্টা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে এসব আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটকরাকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়ার আশরাফ মিয়ার বাড়ির মৃত আশরাফ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২২) ও একই জেলার উখিয়া থানার সীজারিঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে হেলপার মো. আজিজুল হক।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেখানো মতে কাভার্ডভ্যানটি (চট্টমেট্টো-ট-১১-৪৩৭১) তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।”

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিবহনের আওতায় মাছ ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে কাভার্ডভ্যানের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি, ইয়াবা ও কাভার্ডভ্যান কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.