রাঙামাটিতে আকস্মিকভাবে কাপ্তাই হ্রদের তীরের পাঁচটি দোকানঘর ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়েছে। সোমবার (০৫ জুলাই) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকার শহীদ আব্দুল আলী একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানদাররা জানান, কিছু দিন ধরে দোকানগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছিল। বৃষ্টির কারণে মাটিও নরম হয়ে পড়েছিল। আমরা এই বিষয়টি মালিককে অবগত করি। পরে আজ সকালে সবগুলো দোকান একসঙ্গে ভেঙে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, দোকানগুলোর পাশেই একটি বড় দালান নির্মাণ করা হচ্ছে। কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দোকানগুলো নরম হয়ে পড়লে সোমবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দোকান মালিক এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.