কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে মারধরের অভিযোগে মামলা
কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশকে মারধর ও গাড়ী ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় রাজারবাগ পুলিশ লাইনসের গাড়িচালক খলিলুর রহমান এ মামলা করেন ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ছাত্ররা শাহবাগ মোড়ে গিয়ে ব্যারিকেড ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে রাখা পুলিশের এপিসি-২৫ ও জলকামান গাড়িতে উঠে পড়ে কয়েকজন। তাঁরা গাড়িতে ভাঙচুর চালায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের সময় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন। গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার আসামির তালিকায় কারও নাম উল্লেখ করা হয়নি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.