ডিমের দাম বাড়ানোয় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ডিমের অতিরিক্ত দাম বৃদ্ধির দায়ে নগরীর পাহাড়তলী বাজারের ডিমের দুই পাইকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুলাই) নগরীর পাহাড়তলী থানাধীন রেলওয়ে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।
তিনি জানান, ক্রয়মূল্যবিহীন ভাউচারে ডিম ক্রয় ও মোবাইলের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে ডিমের অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধিতে সহযোগিতার জন্য আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা ও রহমানিয়া দরবার শরীফ নামে ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেব উপস্থিত ছিলেন বলে জানািন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.