শিকলবাহায় গোলবারের আঘাতে স্কুল শিক্ষার্থী নিহত
কর্ণফুলির শিকলবাহায় ফুটবল টার্ফ মাঠে গোলবারের আঘাতে মোহাম্মদ আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরাফাত স্থানীয় মেমোরিয়াল স্কুলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ জুন ) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকার মইজ্জ্যারটেক আবাসিকের সামনে এজেড স্পোর্টিং এরিনা কর্ণফুলী টার্ফে এ মর্মান্তিক দুর্ঘটনাঘটে। নিহত আরাফাত চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আক্কেল আলীর বাড়ির নূর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে বন্ধুদের সাথে টার্ফে খেলতে যায় আরাফাত। খেলার এক ফাঁকে ফুটবল খেলার গোলপোস্টের একটি খুঁটি খুলে আকস্মিক ভাবে আরাফাতের বুকে উপর পড়ে। সাথে সাথে তার বন্ধুরা প্রথমে কলেজবাজার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, টার্ফে খেলতে গিয়ে নিহত আরাফাতের ময়নাতদন্ত না করার আবেদন করায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘কর্ণফুলি থেকে আহত অবস্থায় এক ছেলেকে জরুরি বিভাগে আনা হয়েছিল। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফুটবল খেলতে গিয়ে সে গুরুতরভাবে আহত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.