‘স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করছি’

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ব্যবসায়ী শাহেদুর রহমান

২৪৫

বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ শাহেদুর রহমান শাহেদ বলেছেন, সরকারি মুসলিম হাইস্কুলের ছাত্র থাকা অবস্থায় নব্বই দশকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হই। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পড়ার সময় স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পিছপা হইনি। চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে লালিত একটি প্রতিষ্ঠান হিসেবে আপনাদের সহযাত্রী হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগামীতে প্রেস ক্লাবের সব আয়োজনে সহযোদ্ধা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শাহ আজিজ ডীপ সী ফিশিং লিমিটেড এর চেয়ারম্যান মো. শাহেদুর রহমান শাহেদ।

রবিবার (২৭ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, ব্যবসায়ী মো. শাহেদুর রহমান।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কর্ণফুলী ফিশ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শাহেদুর রহমান শাহেদ করোনা পেন্ডামিক চলাকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের কল্যানে সহযোদ্ধা হিসাবে এগিয়ে এসেছেন। আগামীতে প্রেসক্লাবের সকল কর্মকান্ডে ক্লাব পরিবারের সদস্য হিসেবে জনাব শাহেদ সম্পৃক্ত থাকবেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম।

এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.