চট্টগ্রামের চার উপজেলায় জাহেদুল-দিদার-মুজাম্মেল-জসিম

৮৯

উপজেলা নির্বাচনে চট্টগ্রামের চার উপজেলায় বোয়ালখালীতে জাহেদুল হক, পটিয়ায় দিদারুল আলম দিদার, আনোয়ারায় কাজী মুজাম্মেল হক  ও চন্দনাইশে জসিম উদ্দিন আহমেদ বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বোয়ালখালী উপজেলা নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার মার্কা নিয়ে মো. জাহেদুল হক। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেসরকারি ফলাফলে মো. জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ হাজার ভোট।

একই উপজেলায় টিউবওয়েল মার্কায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর নওশাদ পেয়েছেন ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে মো. সেলিম উদ্দীন পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট। অপরদিকে ফুটবল মার্কায় মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী উম্মে সালমা পেয়েছেন ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপ্রতি প্রতীক নিয়ে শামীম আরা বেগম পেয়েছেন ২৮ হাজার ৪০১ ভোট।

পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দোয়াত-কলম মার্কার দিদারুল আলম দিদার আলম দিদার। তিনি ১২৭ কেন্দ্রের ফলাফলে ৫৬৫৪১  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস মার্কার অধ্যাপক হারুনুর রশিদ পেয়েছেন ৪৬১৪২ ভোট।

এদিকে আনোয়ারায় চেয়ারম্যান পদে আনারস মার্কার কাজী মোকাম্মেল হক পেয়েছেন  ৫৮ হাজার ৮৩০ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম মার্কার তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। ২২হাজার ২৩ ভোটের  ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন কাজী মোকাম্মেল হক।

এছাড়া আনোয়ারায় ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদে চশমা মার্কার ব্যবসায়ী আব্দুল মন্নান মান্না  ৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিয়া পাখি মার্কার প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাফর পেয়েছেন ৩০ হাজার ৪৩৭ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন হাঁস মার্কার অ্যাডভোকেট চুমকি চৌধুরী। তিনি ৪৫ হাজার ৯৪০  ভোট পেয়ে নির্বাচিত হন।

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কার প্রার্থী জসিম উদ্দীন আহমেদ। এ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকের জসিম উদ্দীন আহমদ পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রার্থী আবু আহমদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ হাজার ভোট।

এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট। অপর প্রার্থী মো. একরামুল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন খালেদা আকতার চৌধুরী। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু বেসরকারিভাবে ৬৮ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.