২৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র নির্বাচন, তফসিল ঘোষণা

৬১

চট্টগ্রাম মহানগরে বসবাসরত সীতাকুণ্ডবাসীর সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.। তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং একই দিন নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো.গিয়াস উদ্দিন জানান, সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ১৬৬৮ জন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক সহ মোট পদের সংখ্যা ৩১ টি।

এবারই প্রথম প্রবাসী এবং চট্টগ্রামের বাইরে অবস্থানকারীরা ই-ভোট দিতে পারবেন। নির্বাচনে অংশ নেয়া যাবে প্যানেল ভিত্তিক বা স্বতন্ত্র ভাবেও।
সবার অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, আশা করছি প্রতিযোগিতামূলক সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.