সীমা অক্সিজেনের পরিচালক পারভেজ উদ্দীন গ্রেপ্তার

১,৫৩০

সীতাকুণ্ডে সীমা অক্সিকো অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাহাবুবর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে শিল্প পুলিশ, চট্টগ্রামের একজন সহকারী পুলিশ সুপার বলেন, ‘সীমা অক্সিজেন কারখানার একজন মালিক পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

গত ৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল এলাকায় সীমা শিল্পগ্রুপের প্রতিষ্ঠান সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ ও ধাতব পদার্থের আঘাতে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ২৫ জন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তিন ভাই হলেন- সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।

বিস্ফোরণে নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ।

মামলায় অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন; প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম, প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার, প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম, প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহবায়ক করে ৯ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটি মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বিকেলে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানিয়েছেন, তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ তারা পেয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.