জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ফখরুজ্জামান

৪৫০

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম সফিউল্লাহসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বাড়ি চাঁদপুর জেলায়। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’এর উপসচিব পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী।

জানা গেছে এর মাধ্যমে বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন জেলা প্রশাসক দায়িত্ব নিয়েছেন এবং বিদায়ী জেলা প্রশাসক মো. মমিনুর রহমান চট্টগ্রাম ত্যাগ করেছেন।

বিদায়ী জেলা প্রশাসক মো. মমিনুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ছিল চট্টগ্রামে তাঁর শেষ কর্মদিবস। গত বছরের ৩ জানুয়ারি তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগ দিয়েছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.