চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ক্যাঙ্গারু ও লামা

২০৮

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার হল্যান্ড থেকে আনা হয়েছে ক্যাঙারু ও লামা।

শুক্রবার (২১ অক্টোবর) ভোরে ৬টি ক্যাঙারু এবং ৬টি লামা চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। এদের মধ্যে দুইটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুইটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা রয়েছে।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, দরপত্রের মাধ্যমে এক কোটি উনসত্তর লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়েলবিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে ক্যাঙারু ও লামা এলো চট্টগ্রাম চিড়িয়াখানায়।

সাদা বাঘের জন্য ব্যাপক পরিচিতি পাওয়া চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির পশু-পাখি রয়েছে। পশুর মধ্যে আছে সিংহ, ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি। রয়েছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রাসহ একটি পক্ষীশালা এবং প্রচুর অজগর সাপ।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আগে চিড়িয়াখানার জন্য আফ্রিকা থেকে বাঘ আনা হয়েছিল।

এর ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থী আরো বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.