স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য হলেন হাছান মাহমুদ

১১৪

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এই বোর্ড থেকে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চুড়ান্ত এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডে ১৭ জনের মধ্যে চট্টগ্রামের একজন দায়িত্ব পেলেন। তিনি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য।

রোববার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।’

এর আগে ২০১৯ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনের পর ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করেছিলেন সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শেখ হাসিনা ছাড়াও অন্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও ড. আবদুস সোবহান গোলাপকে সদস্য করা হয়।

পরে ২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ নাসিম। সেসময় থেকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একটি সদস্যপদ শূন্য ছিলো। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের অন্যতম মূখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন ড. হাছান মাহমুদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.