সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট: মাস্টার কাশেম চেয়ারম্যান গিয়াস নির্বাহী পরিচালক

৩৩৫

সীতাকুণ্ডবাসীর স্বাস্থ্যসেবায় গঠিত অলাভজনক প্রতিষ্ঠান ‘সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট’ এর ১৫ সদস্য বিশিষ্ট পরিচলানা পর্ষদ- ২০২২-২০২৫ গঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত ট্রাস্টি বোর্ডের এক সভায় এই পরিচলানা পর্ষদ গঠিত হয়। এতে মাস্টার আবুল কাশেমকে চেয়ারম্যান ও গিয়াস উদ্দিনকে নির্বাহী পরিচালক করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান-হাজী মো.ইউসুফ শাহ, ট্রেজারার-খোরশেদ আলম, নির্বাহী সদস্যবৃন্দ- যথাক্রমে অধ্যাপক ড. মো.ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাভলু, মো.আরিফুর রহমান, প্রফেসর একেএম তফজল হক, মীর্জা মো.আকবর আলী চৌধুরী, এস.এম রেজাউল করিম বাহার, ননী গোপাল দেব নাথ, মো. বেলাল হোসেন, মো.শাহজাহান ও নাছির উদ্দিন মানিক।

অতিথি হিসাবে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মো. মুসলিমসহ ট্রাস্টি বোর্ডের ৭১ সদস্যের মধ্যে ৫০জন সভায় উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর অধীনে প্রাথমিকভাবে ‘সীতাকুণ্ড ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এই হাসপাতাল স্বল্পমূল্যে সীতাকুণ্ডবাসীকে স্বাস্থ্যসেবা বিশেষতঃ ডায়াবেটি রোগীদের চিকিৎসাসেবা দেবে। প্রাথমিকভাবে সীতাকুণ্ড সদরের বাইপাস সড়কে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার মাধ্যমে ‘সীতাকুণ্ড ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল’ -এর যাত্রা শুরু করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এখানে ক্রমান্বয়ে জেনারেল রোগীদেরকেও চিকিৎসাসেবা দেয়া হবে বলে ট্রাস্টের কর্মকর্তারা জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.