চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিল চারটি সাদা বাঘ শাবক

১৮০

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার জন্মনিল একসাথে চারটি সাদা বাঘ শাবক। চিড়িয়াখানার বাঘ রাজ-পরী দম্পতির খাঁচায় শনিবার (৩০ জুলাই) চারটি বাঘের বাচ্চা জন্ম নেয়।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম। মায়ের সঙ্গে খাঁচায় আছে শাবকগুলো।

জানা গেছে, একসময় চার বছর বাঘশূন্য থাকা চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৬ সালের ডিসেম্বরে দরপত্রের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ-বাঘিনী আমদানি করা হয়। নাম দেয়া হয় রাজ ও পরী।

এর আগে ২০১৮ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছিল নতুন তিন শাবক। যার একটি ছিল বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নেয়া সাদা বাঘ শাবক। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.