নৌ কমান্ডো আবু মুছা চৌধুরীর ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২৮৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোঃ আবু মুছা চৌধুরী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে একাত্তরে নৌ-অপারেশন এমটি অ্যাভলুজসহ অনেক সফল নৌ-যুদ্ধের নায়ক এই বীর চিরদিনের জন্য আমাদের ছেড়ে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামে।

শুক্রবার ৮ জুলাই বাদে আছর মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভূজপুর থানা পুলিশের একটি চৌকষ দল নৌ-কমান্ডো মোঃ আবু মুছা চৌধুরীর কফিনে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হকের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন ভূজপুর থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এরপর সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মোঃ আবু মুছা চৌধুরী। মহান মুক্তিযুদ্ধে রয়েছে তাঁর বীরত্বপূর্ণ অবদান। তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এমটি অ্যাভলুজসহ বেশ কয়েকটি নৌযুদ্ধের সফল যোদ্ধা। আবু মুছা চৌধুরীর মৃত্যুর মধ্য দিয়ে জাতি দেশপ্রেমিক এক বীর সন্তানকে হারালো।

শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মরহুম মোঃ আবু মুছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল ও সদস্য সচিব মোঃ কামরুল হুদা পাভেল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.