১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

২,৩২১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় মারা গেছে ২ জন। বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৬০ জন মহানগর এলাকার, ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৪৮ জন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও এক হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০৬০ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ৪৯৫ জন বিভিন্ন উপজেলার। সেদিন চট্টগ্রামের করোনাই দুইজন মারা যান, একজন নগরের বাসিন্দা অপরজন উপজেলার।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন বিভিন্ন ল্যাবে চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

২০২০সালের ৯ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়েছিল। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৮ জনের।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও অমিক্রন থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। মাস্ক পরিধানসহ সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.