মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসান মাইজভান্ডারী

৩০৭

মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফী সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেছেন, ‘মাইজভান্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র। এই দরবার ধারণ করেছে বাঙালীত্বের সুমহান চেতনা। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। ট্রাস্টের মানব-কল্যাণমুখী যে বিশাল কর্মকান্ড সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার নব উদ্যোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীর জাতি গঠনের মহান এই উদ্যোগে সবাইকে শামিল হতে হবে।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। তিনি বলেন, ‘মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ, সুফি ব্যক্তিত্ব সৈয়দ হাসান মাইজভান্ডারীর আগমনে আমরা আজ ধন্য। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট মানবসেবার জন্য যে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্প পরিচালনা পরষিদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী এবং ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক এওয়াই জাফর।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য কামাল পারভেজ, মুস্তফা নঈম, মুস্তাফিজুর রহমান, আবুল হাসনাত, আলমগীর সবুজ, বিশ্বজিৎ বড়ুয়া, তপন দাশবর্মন, রেজাউল করিম, সোহেল সরওয়ার, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.