আগুনে পুড়ল সাগরিকার কেমিক্যাল কারখানা

১,৬৩৬

চট্টগ্রামের সাগরিকায় কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগে। এরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। সেগুলোর বৈধ কাগজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হোমল্যান্ড কেমিক্যালের মালিক শামসুন্নাহার রুমা জানান, প্রতিষ্ঠানটিতে গ্রিজ তৈরি হতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ সময় পাশের চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম থেকে দেখা যায় ধূয়ার কুন্ডলী। এতে সেখানে চলমান বাংলাদেশ-পাকিস্থান টেস্ট ম্যাচ দেখতে যাওয়া ক্রিকেটপ্রেমী ও অন্যদের মনেও ভীতির সঞ্চার হয়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে আশপাশের পোষাক ও অন্যান্যা কারখানায় আতংক দেখা দেয়। আগুনে ধোয়ার কুন্ডলী দেখে এ সময় বন্ধ হয়ে যায় অন্যান্য কারখানা। এ সময় রাস্তায় শত শত গার্মেন্টস কর্মীকে দেখা যায় আতংকিত অবস্থায়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে তারা কাজে ফিরে যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.