২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ছালেহ আহমদের
২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ ছালেহ আহমদের।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত ছালেহ আহমদের সন্ধানে তারা উদ্ধার অভিযান চালান। এরপর রাতে উদ্ধার অভিযান বন্ধ ছিল। আজ সকাল ৬টা থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মুরাদপুর ও আশেপাশের এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনও ছালেহ আহমদের সন্ধান মেলেনি।
উল্লেখ, বুধবার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে পা পিছলে নালায় পড়ে যান তিনি। দুর্ঘটনাস্থল ওই নালায় কোনো স্ল্যাব ছিল না।
বুধবার এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা যায়, ছালেহ আহমেদ নামের ওই ব্যক্তি নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান। এসময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন কিন্তু তিনি আর উঠতে পারেননি।
ছালেহ আহমদের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলায়, তিনি পেশায় তরকারী ব্যবসায়ী। মুরাদপুরের যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে সেখানে নালার উপর কোনো স্ল্যাব ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.