চট্টগ্রামে শনাক্ত কমছে, মৃত্যু কমছেনা

২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩০১

২৮৬

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩০১ জনের শনাক্ত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬১ জন। ১৪০জন বিভিন্ন উপজেলার।

উপজেলা পর্যায়ে করোনা শণাক্তের শীর্ষে রাউজানে ৩৬ জন। এর পরে হাটহাজারীতে ২৪, সাতকানিয়ায় ২০, ফটিকছড়িতে ১৫, আনোয়ারায় ১০, বোয়ালখালীতে ৮, লোহাগড়ায় ৮, চন্দনাইশে ৮, সীতাকুণ্ডে ৫,পটিয়ায় ৩, বাঁশখালীতে ১, রাঙ্গুনিয়ায় ১ ও মিরসরাইয়ে ১ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০৩ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৬৪৩ জন। বাকি ২৫ হাজার ৮৬০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৮ জন বিভিন্ন উপজেলার, ২ জন নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫০২ জন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৩৪৮ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.