ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর শিরিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত স্বাধীনতার ৭৫ বছরে অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা. প্রযুক্তি, সংস্কৃতিসহ বিভিন্নক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। একইসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভারত- বাংলাদেশ মৈত্রীর বন্ধন অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চবি উপাচার্য প্রফেসর শিরিন আক্তার শিক্ষাক্ষেত্রে ভারতের বিভিন্ন অগ্রগতির বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বৃটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের কৃতিসন্তান মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ বিপ্লবীদের স্মরণ করে ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তিসহ বিভিন ক্ষেত্রে ভারতের ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন।
রুনা ব্যানার্জীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চট্টগ্রামের সিইও সুব্রত কুমার বিশ্বাস, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দানিশ ত্রিপাঠি প্রমূখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.