নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপ সংসদ সদস্য প্রার্থী আলম কাজী শিকদারকে কারণ দর্শানোর নোটিশ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধের অভিযোগে আলম কাজী শিকদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ইলেকট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি।
২৮ জানুয়ারি ২০২৬ তারিখে সন্দ্বীপের সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ইলেকট্রোরাল এনকোয়ারি কমিটির কাছে প্রেরিত এক অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়। অভিযোগটি করেন সংসদ সদস্য প্রার্থী জনাব মোস্তফা কামাল পাশার পক্ষে ধানের শীষ প্রতীকের চীফ এজেন্ট জনাব মোঃ আলমগীর হোসাইন।
নোটিশে উল্লেখ করা হয়, আলম কাজী শিকদার নির্বাচনি আচরণবিধি অমান্য করে নিজ প্রচার গাড়িতে পিভিসি প্রিন্ট ব্যানার ব্যবহার করেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে ২০টির বেশি পিভিসি বিলবোর্ড স্থাপন করেন। পাশাপাশি নির্বাচনি প্রচারণায় ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনি আচরণ বিধিমালা ৭(খ) ও ১৭(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেন বলে অভিযোগ আনা হয়।
এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে সন্দ্বীপ চৌকি আদালতে অবস্থিত ইলেকট্রোরাল এনকোয়ারি কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দ্রুত নোটিশ জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি জারি করেন ইলেকট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দীন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.