১৭ বছর পর মানুষের চোখে পরিবর্তনের স্বপ্ন স্পষ্ট: চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান
চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত সংসদপ্রার্থী ও পাট শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা এখন প্রতিটি জনপদেই স্পষ্টভাবে চোখে পড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভেতর ও প্রবাসে অবস্থানরত সবাই পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষা করছেন।
শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের গণসংযোগে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। চারদিকে একটি আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। ১২ ফেব্রুয়ারি দিনটি শুধু দেশের মানুষের জন্য নয়, প্রবাসে থাকা বাংলাদেশিদের কাছেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।
নিজের জনপ্রিয়তা নিয়ে ব্যক্তিগত মন্তব্য এড়িয়ে তিনি বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং দেশের প্রতিটি কোণায় তা দৃশ্যমান।
প্রবাসীদের অধিকার প্রসঙ্গে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, গত ৫৪ বছরে প্রবাসীদের জন্য যা করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। প্রবাসীদের অধিকার সুরক্ষা, যাতায়াত সুবিধা এবং বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিশেষ করে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীরা নানা সমস্যার মুখোমুখি হন। এসব ক্ষেত্রে দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, হালিশহর-পাহাড়তলী এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়ন, স্কুল-কলেজের মানোন্নয়ন এবং স্থানীয় সড়ক ও নাগরিক সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এদিন সাঈদ আল নোমান নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ওয়াপদা কলোনী মোড় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। পরে ঈদগাহ, রূপসা বেকারী, বড় পুকুর পার, ধোঁপাপাড়া এলাকাসহ রামপুর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তার গণসংযোগে শতশত নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.