প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারেক রহমান ও পরিবার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন।

সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবার প্রায় দেড় ঘণ্টা সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে কুশলাদি বিনিময় হয় এবং তারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। রাত ৯টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনা ত্যাগ করেন।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ। তিনি আরও জানান, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকারের সহযোগিতার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ ও পারস্পরিক সৌজন্য থেকেই এ সাক্ষাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য, লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এবারই প্রথম তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করলেন। এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছিলেন তারেক রহমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.