সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে পটিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সাত্তার পেটুয়া গ্রামে নির্মিত হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিওআইপি ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিজামুল আলম, নুরুল আজিম, নুরুল আলমসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই পটিয়ায় তাঁর নামে এই জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার পিতা সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। গণতন্ত্রের মা হিসেবে পরিচিত এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই আমাদের পরিবারের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের সফল নির্মাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.