তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে চট্টগ্রাম মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব জনাব নাজিমুর রহমান এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। জটিল ও চ্যালেঞ্জিং রাজনৈতিক বাস্তবতার মধ্যেও তিনি দলকে সুসংগঠিত রেখেছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও প্রত্যয়ের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আন্দোলনে নতুন গতি পাবে। তারেক রহমানের নেতৃত্বে মহানগর বিএনপিসহ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনায় আরও ঐক্যবদ্ধ থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, কৌশলগত নেতৃত্ব ও দীর্ঘ অভিজ্ঞতা দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক লাভ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীরাও এই বিশেষ মুহূর্তে তারেক রহমানকে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিএনপি আরও দৃঢ় ও সংগঠিত হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.