চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আয়োজনে আইনগত বাধা নেই: নির্বাচন বোর্ড চেয়ারম্যানকে প্রশাসকের অনুরোধ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনায় কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। এ প্রেক্ষিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন বোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে গত ১১ ডিসেম্বর প্রদত্ত রায় এবং ৭ জানুয়ারির আদেশের কপি চেম্বারের হাতে এসেছে।

ওই রায়ের আলোকে চেম্বারের পক্ষ থেকে চট্টগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর আইনগত মতামত গ্রহণ করা হয়। তিনি মত দেন, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয়টি পদ বহাল রেখে মোট ২৪টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই।

সূত্র জানায়, গত ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলাজনিত জটিলতায় তা স্থগিত করা হয়। তফসিল অনুযায়ী অর্ডিনারি মেম্বার ক্যাটাগরি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা।

এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আইনগত জটিলতা কাটায় নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.