আনোয়ারার ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে চমেকে ভর্তিতে কৃতিত্ব অর্জনকারী মুশফিকা আহমেদকে সংবর্ধনা

আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থী মুশফিকা আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় বিদ্যালয়ের এসএমসি’র সাবেক সভাপতি ও দাতা সদস্য আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দোল বারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হিন্দোল বারী বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। মুশফিকার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী বলেন, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুশফিকা আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ালেখার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আশা করি, সে মানবিক ডাক্তার হয়ে তার মরহুম বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি গ্রামের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে মুশফিকা আহমেদকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.