শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে সংরক্ষণের আহ্বান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর স্মৃতিবিজড়িত শহীদ জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন মেয়র। এ সময় জাদুঘরের প্রশাসনিক-কাম-নিরাপত্তা অফিসার অর্পিতা দাশ গুপ্তা জাদুঘরের বিদ্যমান সমস্যাগুলো মেয়রকে অবহিত করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জাদুঘরের ভবনটি প্রায় ১১৩ বছরের পুরনো হওয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে দেয়াল, বিম ও পিলারে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। বুয়েট থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এনে কীভাবে ভবনটিকে শক্তিশালী ও নিরাপদ করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী এই ভবনের মূল নকশা অক্ষুণ্ণ রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ করতে হবে। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং চট্টগ্রামের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা যিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ হন। তাঁর স্মৃতিবিজড়িত এই জাদুঘর সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি এ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবেন বলেও জানান।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ শুরু হলে এই জাদুঘরের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানতে পারবে।
এ সময় গণপূর্ত অধিদপ্তর ও জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.