১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেট হয়ে ঢাকার পথে বিজি-২০২
লন্ডন থেকে ঢাকাগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফ্লাইটে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তার আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এছাড়া পথে রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পাশে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
উল্লেখ্য, এক এগারোর সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘদিন তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও, দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরছেন তারেক রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.