চট্টগ্রাম-১৪ আসনে এম. এ. হাসেম রাজুর মনোনয়ন ফরম সংগ্রহ, জনগণের সেবক হওয়ার প্রত্যয়

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, শহীদ জিয়া শিশু-কিশোর ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, ৯০’র গণঅভ্যুত্থানের ছাত্রনেতা এম. এ. হাসেম রাজু আজ বেলা ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ইং-এর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জেলা প্রশাসক চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এম. এ. হাসেম রাজু বলেন, “আমি দীর্ঘ ৪৫ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথ, ক্যাম্পাস এবং কারাগারে থেকে শত জুলুম-নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছি। স্বৈরাচার এরশাদ ও খুনি হাসিনার পতনের সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করেছি। আজ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়ে আমার প্রিয় জন্মভূমি চন্দনাইশ-সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।”

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ দোহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, বিএনপি নেতা মো. আইয়ুব আলী, মাহাবুবুল আলম রাশেদ, মো. ইলিয়াস বাবুল, সৈয়দ মো. গোফরান, আবদুল গফুরসহ সাবেক ছাত্রনেতা ফয়সাল সাদ্দাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.