শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার রাতে কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, দুবাই ও শারজাহ থেকে আসা যাত্রীদের লাগেজ তল্লাশি করে মোট ১ হাজার ৫১৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-৩৪৪ এর যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এছাড়া শারজাহ থেকে আসা ফ্লাইট জি৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

একজন কাস্টমস কর্মকর্তা জানান, জব্দকৃত সিগারেটগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.