খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চসিকের দোয়া মাহফিল: তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক — ডা. শাহাদাত হোসেন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনাও করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বাদে মাগরিব বাটালি হিল টাইগার পাসস্থ চট্টগ্রাম নগর ভবনের মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের মানুষ আজ উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ তায়ালা অবশ্যই কবুল করবেন এবং আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।”
তারেক রহমানের প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক সংকটের মাঝে একটি নতুন সূর্যোদয়ের ইঙ্গিত। তাঁর নেতৃত্বেই বিএনপি আবারও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, চসিকের প্রাক্তন প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মুহাম্মদ শহিদুল্লাহ, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বিএনপি নেতা মহসিন তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ ইলিয়াস, হাসান উসমান চৌধুরী, মোস্তফা আলম মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, চসিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, সাবেক ছাত্রদল নেতা শাহীন হায়াত, ইয়াকুব আলী সিফাত, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা মো. ইয়াসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.