চট্টগ্রাম-৫ আসনে এস এম ফজলুল হকের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম-৫ (হাটাহাজারী–বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাটাহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা জাকের হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, মো. শফিউজ্জামান, সাফায়েতুল ইসলাম সাবাল, ইলিয়াছ আলী, মো. নুর হোসেন মেম্বার, এস এম মহিউদ্দিন, মো. গিয়াস উদ্দিন, রাশেদ আলী মাহমুদ, মোহাম্মদ ইদ্রিস, শফিউল আজম, মো. শাহ আলম, মো. মোরশেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, এস এম ফজলুল হক একজন পরীক্ষিত দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সংগঠক। তাঁকে মনোনয়ন দেওয়া হলে হাটাহাজারীসহ চট্টগ্রাম-৫ আসনের জনগণ একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব উপহার পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.