নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইভিএসি চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.