মোহাম্মদ আলী আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন : ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মোহাম্মদ আলী ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও নীতিবান সংগঠক। আওয়ামী দুঃশাসনবিরোধী প্রতিটি আন্দোলনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শের প্রতি অবিচল থেকে সংগ্রামী জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন, দলের প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। তিনি ছিলেন আমাদের আন্দোলনের প্রেরণা। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর ও রাজপথে সাহসী পদচারণা আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। মোহাম্মদ আলী আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর লালদিঘী চসিক লাইব্রেরি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদে জোহর গরীবুল্লাহ শাহ (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি নেতা তৈমুর আহমেদ, জমির উদ্দিনসহ মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, মরহুম মোহাম্মদ আলী ছিলেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

মো. আলী স্মৃতি সংসদের সভাপতি আহমেদুল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.