বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল চলাকালে নৌবাহিনী দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট থেকে ১৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করে। এ সময় পাচারকারী চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। টহলরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে দুটি সন্দেহজনক বোট শনাক্ত করে। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট দুটিতে থাকা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্টের ১৭৫০ বস্তা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.