মহান বিজয় দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারদের সংবর্ধনা

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা ও সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) প্লাবন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের টুপি ও উত্তরীয় পরিধান করানো হয় এবং সম্মাননা হিসেবে নগদ অর্থ ও গিফট বক্স প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধে তারা কোনো প্রাপ্তির আশায় নয়, বরং দেশ ও জাতির মুক্তির জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন। তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল।” তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও স্বপ্নই আজকের বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এবং আগামী শত বছরের জন্য একটি শক্ত ভিত্তি নির্মাণের সুযোগ এসেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। আজকের বিজয় দিবসে তাদের ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিতে পেরে আমি গর্বিত। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।” তিনি বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ থেকে দেশপ্রেমের প্রেরণা নিতে পারে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল করিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী, কামাল উদ্দিন, ফজল বারিক, চট্টগ্রাম মহানগর কমান্ডের আহ্বায়ক শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, এ এইচ এম জিলানী চৌধুরী, ডা. মোঃ শাহ আলম, হাজী হোসেন আহমদসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.