৩৪ বছর পর বন্ধুত্বের মিলনমেলা

এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেড’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

চুলে পাক, বয়সের ভার কাঁধে—তবুও চোখে সেই স্কুলজীবনের অমলিন উচ্ছ্বাস। সময় বদলালেও বন্ধুত্ব যে কখনো পুরোনো হয় না, তারই জীবন্ত প্রমাণ হয়ে উঠল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেড’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। দীর্ঘ ৩৪ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতি, আবেগ ও নির্ভেজাল বন্ধুত্বে মেতে ওঠেন এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা।

চট্টগ্রামের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন গত শনিবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব প্রাঙ্গণে। বর্তমানে সারা দেশজুড়ে বিপুল সংখ্যক সদস্য নিয়ে এগিয়ে চলা এই ক্লাবটি কেবল একটি সংগঠন নয়, বরং ৩৪ বছরের স্মৃতি, অনুভূতি ও বন্ধনের এক দৃঢ় প্রতীক।

সকাল ৯টায় সদস্যদের আগমন, গিফট ও কুপন সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মিলনমেলায় যুক্ত হয় দেশপ্রেমের আবহ।

এরপর প্রয়াত বন্ধুদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন, মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। আবেগঘন এই মুহূর্তে অনেকের চোখে জল এসে যায়—কারণ বন্ধুত্বের দীর্ঘ পথচলায় কেউ কেউ আজ আর নেই।

পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক প্যানেল ও উপদেষ্টা পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। আহ্বায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো শুভেচ্ছা বক্তব্যে বন্ধুত্বের শক্তি, সময়ের মূল্য এবং সবাইকে একত্রে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বন্ধুদের স্মৃতিচারণ পর্বে স্কুলজীবনের নানা গল্প, হাসি-কান্না আর আবেগে ভরে ওঠে পুরো মিলনমেলা। ছবি তোলা, কাঁধে হাত রেখে আড্ডা আর প্রাণখোলা হাসিতে মুহূর্তেই মুছে যায় সময়ের সব দূরত্ব।

দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন পারভেজ, বিশ্বজিৎ, শেখ মো. শহিদুজ্জামান ও লিংকন। সুজন দেবের কন্যা অনন্যা দেব প্রাচীরের একক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বান্ধবীদের সংগীত পরিবেশন করেন ফাতেমা জোহরা, ফেন্সি, মৌসুমী ও নিপু।

মধ্যাহ্নভোজের পর বিকেলজুড়ে চলে নানা মনোজ্ঞ পরিবেশনা। বিশেষ পারফরম্যান্স উপহার দেন রত্না, বন্ধু ওসমান ও অতিথি বন্ধু হাসান ফারুক (জিপিডি)। ঢাকা থেকে আগত এসএসসি ’৯১ ব্যাচের শিল্পীরা—উত্তম, হিমেল, সুজন, আসাদ, লিটনসহ অনেকেই সংগীত পরিবেশন করেন। জুনি চাকমার ডুয়েট পরিবেশনা ছিল দর্শকনন্দিত। এছাড়াও পাহাড়ি নৃত্য, একক সংগীত ও বান্ধবীদের বিশেষ পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এই বর্ষপূর্তি আয়োজনে সারা দেশ থেকে প্রায় ৮৫০ জন বন্ধু রেজিস্ট্রেশন করেন এবং অধিকাংশই উপস্থিত ছিলেন। বিশেষভাবে চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও পটিয়া থেকে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট, আকর্ষণীয় ব্যাগ, চার রঙের স্মরণীয় স্যুভেনির, কলম ও ব্যাজ উপহার দেওয়া হয়।

সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল ইসলাম চৌধুরীসহ একটি বৃহৎ টিম। রাতে র‍্যাফেল ড্র ও প্রধান সমন্বয়কারীর সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই আয়োজন প্রমাণ করেছে—বয়স বাড়ে, সময় বদলায়, কিন্তু বন্ধুত্ব কখনো পুরোনো হয় না। এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেড’র দ্বিতীয় বর্ষপূর্তি হয়ে থাকল জীবনের পাতায় লেখা এক অবিস্মরণীয় অধ্যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.