হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন: ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছানো হবে—ব্যারিস্টার মীর হেলাল
হাটহাজারীতে বিএনপির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
শনিবার হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপির পক্ষকালব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন বিএনপি এই স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করে।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, তাঁর পরিবার সবসময় হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করে এসেছে। ব্যক্তিগত সামর্থ্য ও রাষ্ট্রীয় দায়িত্ব—দুটোই জনকল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন ও সংস্কার, কৃষকের জন্য ফারমার্স কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যুবকদের কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নেওয়ার কথা বলেন। তিনি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহমত উল্লাহ। সদস্য সচিব ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জাহেদুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.