আচরণবিধি লঙ্ঘনে চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমীনকে ৫০ হাজার টাকা জরিমানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তাফা আমীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে সরকার ঘোষিত আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশাসন আরও জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.