হাটহাজারীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের অংশগ্রহণে গণ দোয়া

২৪

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারীতে অনুষ্ঠিত হলো এক বিশাল গণ দোয়া ও বিশেষ মোনাজাত। আজ মঙ্গলবার বাদ আসর হাটহাজারী কলেজ মাঠে চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

আসর নামাজের পর শুরু হওয়া এ দোয়া মাহফিলে হাটহাজারী ও বায়েজিদ এলাকার হাজারো মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের ব্যাপক সমাগমে পুরো মাঠ ভর্তি হয়ে যায়। তার আগে শতাধিক হাফেজে কোরআনের কণ্ঠে খতমে কোরআন ও শেফা তসবিহ-তাহলিল অনুষ্ঠিত হয়।

মোনাজাতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ পরিচালনায় অবদান স্মরণ করা হয় এবং তার সুস্থতা, হায়াতে বরকত ও জাতীয় জীবনে ইতিবাচক ভূমিকার পুনঃঅবদান রাখার তাওফিক কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাতও কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলের আয়োজন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ গণ দোয়া মাহফিল পুরো এলাকায় আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.