বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন
বেগম খালেদা জিয়া জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে কখনো সরে আসেননি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম নগরীর আমানত শাহ (রঃ) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
মাহফিলে ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের নেতৃত্বে অটল ছিলেন এবং রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো সরে আসেননি। তিনি দাবি করেন, কারাগারে থাকার কারণে বেগম জিয়ার শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে, তবে তিনি এখনো গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে অনড় অবস্থানে রয়েছেন।
ডা. শাহাদাত জানান, সম্প্রতি তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখে এসেছেন এবং চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে সংযম ও নৈতিকতার মাধ্যমে খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দোয়া মাহফিলে দেশ, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তবারক আলী। পরে তনজিমুল মোছলিমীন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহবায়ক এম এ আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.