ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বৃদ্ধি করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, কোম্পানিগুলোর সম্মিলিতভাবে দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা আলোচনা করে বিষয়টি ঠিক করব। যে কর্মকাণ্ড তারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই।”
তিনি আরও জানান, গতকাল ক্রয় কমিটির বৈঠকে টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং এক কোটি লিটার রাইস ব্রান অয়েল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বাজারদরের তুলনায় প্রায় ২০ টাকা কম দামে এসব তেল টিসিবিকে সরবরাহ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা প্রশ্ন তুলে বলেন, “৫০ লাখ লিটার তেল যদি আমরা টেন্ডারের মাধ্যমে ২০ টাকা কমে কিনতে পারি, তাহলে বাজারে এত বেশি দামে বিক্রি হবে কেন?”
বাজার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই—তা সরকারের নেওয়া পদক্ষেপেই বোঝা যাবে। রমজানের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক আছে এবং পর্যাপ্ত ঋণপত্র খোলা হচ্ছে, যা গতবারের চেয়েও বেশি।
শেখ বশিরউদ্দীন আরও জানান, চিনির দাম কমছে, ডালের দাম কমেছে, ডিমসহ অন্যান্য কিছু পণ্যের দামও কমেছে। তিনি বলেন, “আমরা বুঝে যৌক্তিক সমাধানেই যাবো; অযৌক্তিক কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.