যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত, দেশের অগ্রগতি-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।

দিবস উপলক্ষে সকালে কমান্ডার খুলনা নৌ অঞ্চল খুলনায় অবস্থিত শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহ্‌র মাজারে ‘গার্ড অব অনার’ প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে খুলনার বানৌজা তিতুমীর নৌঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের পাশাপাশি খুলনা বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য ও উপ-উপাচার্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে নৌবাহিনীর সব জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৌবাহিনী স্কুল ও কলেজসমূহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

সর্বসাধারণের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয় বিভিন্ন নৌবাহিনী জাহাজ। ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অতন্দ্র প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। বিপুল সংখ্যক দর্শনার্থী জাহাজগুলো ঘুরে দেখে নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.